শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিতাসে ইসলামী সুন্নি মহাসম্মেলন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লা তিতাসের মাছিমপুর গ্রামবাসীর উদ্যোগে ৯ম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত প্রধান অতিথি হিসেবে দুনিয়া ও আখেরাতের বয়ান করেন দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচারের অন্যতম মারকাজ, আধ্যাত্মিকথার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বয়ান করেন দরবারে শরীফের খলিফা মাওলানা সিরাজুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক রাহমানী দেশের খ্যাতিমান আলেম ওলামাগণ।
উক্ত মাহফিলে উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গাজী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো. মিজানুর রহমান আলোকীর পরিচালনায় অতিথি ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক কবির আহমেদ, কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মুনসুর আলী, মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রান মুসলমানগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন