শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের মিশনসভা

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

খাজাবাবা শাহ সুফি ফরিদপুরী (কু.ছে.আ.) হুজুরের উরস-২০২৩ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলকর্মী গ্রæপের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফকির মঞ্জিলের আঙ্গিনায় জেলা কর্মী গ্রæপের আয়োজন মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল রাজবাড়ি জেলা শাখার কর্মী গ্রæপের প্রধান আইনুদ্দিন ফকিরের সভাপতিত্বে ডা. দোলনের সঞ্চালনায় মিশন সভায় প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর বিভাগের কর্মী গ্রæপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, ফরিদপুর বিভাগের সহকারিকর্মী প্রধান অধ্যক্ষ খায় খসরু, সহকারী কর্মী প্রধান ফরিদপুর বিভাগে প্রফেসর দলিল উদ্দিন আহমেদ, গোয়ালন্দ উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফকির আমজাদ হোসেন, কেসমত মাস্টার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রæপের পক্ষ থেকে প্রতিবছরে নেয় এবারও বিশ্ব ওরস শরীফ উপলক্ষে দেশবাসীকে দাওয়াত পৌঁছে দেয়ার জন্য আমাদের আজকের এই মিশন সভা। তারা আরো বলেন, বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রæপের পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন