গাইবান্ধার সুন্দরগঞ্জে কিশোরী অপহরণকারি সামিউলকে (২৩) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) অপহরণকারি সামিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সামিউল উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় সামিউল ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। মামলা নং- ২৬। মামলা দায়েরের কিছুদিন পর অপহৃতা কিশোরীকে পুলিশ উদ্ধার করলেও সামিউল বিভিন্ন জায়গায় আতœগোপনে থাকে। পরে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে গত রোববার অপহরণকারি সামিউলকে গ্রেফতার করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন