শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে জাতিসংঘ ও ইইউর সম্পৃক্ততা চায় ওআইসি

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো বেশি সম্পৃক্ততা চায় মুসলিম বিশ্বের জোট ওআইসি। সেখানে তাদের (রোহিঙ্গা) উন্নয়নে নেয়া পরবর্তী পদক্ষেপের সমন্বয়ে বিশেষত ইউরোপীয় ইউনিয়নকে দেখতে চায় মুসলিম ওই জোট। রাখাইন পরিস্থিতি নিয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিবের উদ্যোগে ব্রাসেলস ও জেনেভায় সদ্য সমাপ্ত জরুরি বৈঠক থেকে ওই প্রস্তাব করা হয়। রাখাইনে গণহত্যা বন্ধ এবং নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশে সিঙ্গাপুরে ৮টি বেসরকারি সংগঠন (এনজিও) এক যৌথ প্রতিবাদ র‌্যালি করেছে। নিরীহ মুসলিম হত্যা বন্ধ করো (স্টপ কিলিং ইনোসেন্ট মুসলিম), গণহত্যা থামাও এবং রোহিঙ্গাদের হত্যা বন্ধ করো (স্টপ জেনোসাইড অ্যান্ড কিলিং অব রোহিঙ্গা), জাতিগত নিধন বন্ধ করো (স্টপ এথনিক ক্লিনজিনিং)- এমন মুহুর্মুহু সেøাগানে ৩ হাজার প্রতিবাদী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই র‌্যালি থেকে রাখাইনে জরুরি ভিত্তিতে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগের দাবি উঠেছে। এ নিয়ে জাতিসংঘ এবং ওআইসিতে মালয়েশিয়া সরকার যেন সরব হয় দেশটির প্রতি সেই আহ্বানও জানিয়েছে আয়োজক সংগঠনগুলো। তারা মায়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন জোটের প্রতি আহ্বান জানিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার জোট আসিয়ান থেকে মিয়ানমারকে বহিষ্কারের দাবিও করা হয়েছে ওই প্রতিবাদ র‌্যালি থেকে।
ওআইসি গ্রুপস ইন জেনেভা অ্যান্ড ব্রাসেলস হোল্ড ইমার্জেন্সি মিটিংস অন ক্রাইসিস সিচুয়েশন ফেসিং দ্য রোহিঙ্গা অন মিয়ানমার শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে জেদ্দাস্থ ওআইসি সেক্রেটারিয়েট। সেখানে জানানো হয়, মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা যে পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছেন তা নিয়ে ওআইসি মহাসচিবের ধারাবাহিক এবং প্রতিনিয়ত উদ্বেগের সূত্র ধরে সম্প্রতি (গত কয়েক দিনে) জেনেভা ও ব্রাসেলসে থাকা ওআইসি গ্রুপের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা জরুরি বৈঠক করেছেন। সেখানে তারা রোহিঙ্গাদের চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠক দুটিতে রোহিঙ্গাদের সংকট উত্তরণে সম্ভাব্য ব্যবস্থাগুলো চিহ্নিত করার ওপর জোর দেয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আগামী ১৭ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালামপুরে ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক আয়োজনের কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখে গ্রুপের সদস্যা রোহিঙ্গাদের রক্ষায় সম্ভাব্য ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করেন। তারা আশা করেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এটি গৃহীত হতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- জেনেভার বৈঠকে সভাপতিত্ব করেন সেখানে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাহমিনা জানজুয়া। আর ব্রাসেলসের বৈঠকটি চেয়ার করেন বেলজিয়ামে উজবেকিস্তানের রাষ্ট্রদূত ভøাদিমির নরোভ। দু’টি বৈঠকে ওআইসি’র জেনেভা ও ব্রাসেলসে স্থায়ী মিশনের প্রধানদ্বয় রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসি সর্বশেষ যে সব পদেক্ষেপ নিয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন