দিনাজপুরের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে আমদানিকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে ২৩ বোতল দামি মদসহ ট্রাক চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত রোববার রাত সাড়ে ৭টায় হিলি পানামা পোর্ট অভ্যন্তরে প্রবেশ করলে ভূসি বোঝাই ডব্লিও ব্লিবিবিসি ৪৯১৯ একটি ট্রাকের ক্যাবিন থেকে মদ উদ্ধার, গাড়ির কাগজপত্র জব্দ ও চালকে আটক করা হয়। আটককৃত গৌতম রায় এর বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে।
হিলি কাস্টমস উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, গোয়েন্দা সংস্থার তথ্য মতে পানামা হিলি পোর্টে অবস্থানকালে ভারতীয় ওই ট্রাকের অভিযান চালানো হয়। এসময় ট্রাকের ক্যাবিন তল্লাসি করে ২৩ বোতল দামি ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে হাকিমপুর থানায় মাদক পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন