শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোণার পূর্বধলায় শিশু হত্যা ও মোহনগঞ্জে শরীফ হত্যাকান্ডের রহস্য উদঘাটন

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

মোহনগঞ্জ ও পূর্বধলা উপজেলায় দুটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে নেত্রকোণা

জেলা পুলিশ ।

হত্যাকান্ড দুটির মধ্যে গত ১৬ জানুয়ারী পারিবারিক বিরোধের জের ধরে পূর্বধলা থানার ছোছাউড়া গ্রামের শিশু শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ (৬) কে হত্যা করা হয়। পরে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত শুরু করে শিশুটির হত্যাকারীকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। ঘটনার দায় ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামি বাবুল মিয়া। মূলত পারিবারিক বিষয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানানো হয়।

অপরদিকে পরকিয়া প্রেমের জের ধরেই গত ১০ ডিসেম্বর জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের জামরুল মিয়ার ছেলে শরীফ মিয়ার হত্যাকান্ড ঘটেছে বলে জানায় পুলিশ।

আজ বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেসকন্ফারেন্স এর মাধ্যমে নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি, পূর্বধলার শিশু হত্যার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উন্মোচন করেছে বলে জানান।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন