কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ (রাবি) উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার স্কুল মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাসিমা আক্তার, বাদল, ফখরুল ইসলাম জেকি, নেওয়াজ শরীফ, সোহেল প্রমুখ। বক্তারা বলেন, অনেকদিন ধরে স্কুলের প্রধান শিক্ষকের পদটি খালি। সহকারী শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে স্কুল পরিচালনা করে আসছে। একটি মহল ওই সহকারী শিক্ষককে অবৈধ উপায়ে প্রধান শিক্ষক করার পাঁয়তারা করছে। আমরা স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার জোর দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ বলেন, আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষায় যে পাস করবে সে প্রধান শিক্ষক হবে এখানে কোন কারচুপি হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন