রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলগাজী উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত কাউন্সিলরদের বিক্ষোভ, হট্টগোল

আ’লীগের পাল্টা সমাবেশ ডাকায়

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। দুই দফা স্থান পরিবর্তনের পর গতকাল শনিবার সকাল ১০টায় ফেনী শহরের তাকিয়ার সড়কে জিয়া পরিষদ কার্যালয়ে ফুলগাজী উপজেলা বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে আগত কাউন্সিলররা হঠাৎ সম্মেলন স্থগিত করায় জেলা বিএনপি নেতাদের দোষারোপ করে ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টায় বিক্ষোভ ও হট্টোগোল করে। আগামী ২/১ দিনের মধ্যে সম্মেলনে সকল প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। প্রশাসনের বাধা নাকি দলীয় অভ্যন্তরীণ গ্রæপিং ও কোন্দলের কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের অভিযোগ করে জানান, ফুলগাজী উপজেলা বিএনপির সম্মেলন ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে হওয়ার কথা ছিল। সেখানে যুবলীগ সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেয়। পরে ফুলগাজীর এস্কান্দারিয়া মাদ্রাসায় সম্মেলনের ভেনু নির্ধারণ করা হয়। ছাত্রলীগ একই স্থানে জঙ্গিবিরোধী সমাবেশ ডাকায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে নিষেধ করা হয়। প্রশাসন মৌখিকভাবে ছাগলনাইয়া উপজেলার বধূয়া কমিউনিটি সেন্টারে সম্মেলন করার অনুমতি দিলেও সেখানেও শ্রমিক লীগ পাল্টা সমাবেশ ডাকে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান অভিযোগ করে বলেন, দুই দফা স্থান পরিবর্তনের পর পুলিশের বাধার কারণে বাধ্য হয়ে আমরা শুক্রবার রাতে জেলা বিএনপির জরুরি বৈঠক করে ফেনী শহরের তাকিয়া সড়কে জিয়া পরিষদ কার্যালয়ে ভেনু নির্ধারণ করি। রাতে পুলিশ নিরাপত্তার কথা বলে সেখানেও সম্মেলন করা যাবে না বলে জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন