একতরফাভাবে নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় হট্টগোল হয়েছে। এক পর্যায়ে সাধারণ সভা সমাপ্তি ঘোষণার আগেই সভা থেকে সদস্যরা বেরিয়ে গেলে পথ হয়ে যায়। পরে আওয়ামী লীগের একাংশ এবং বিএনপিপন্থী আইনজীবীরা বারের নির্বাচনের জন্য সবার মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে আদালত প্রাঙ্গণে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। ফলে আগামী ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা হলেও বার্ষিক সাধারণ সভা অমীমাংসিত থাকায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল দাবি করেন, তারা গতকালের বার্ষিক সাধারণ সভায় বারের নির্বাচনের জন্য ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। সেটি কণ্ঠ ভোটে পাশও হয়েছে। তবে সভায় উপস্থিত কিছু আইনজীবী এর বিরোধীতা করেছেন স্বীকার করে তিনি বলেন, তারা সংখ্যায় ছিলেন কম। কিন্তু এরপর আওয়ামী লীগের একাংশ এবং বিএনপিপন্থী আইনজীবীরা কেন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা যারা মিছিল করেছে তারাই ভাল বলতে পারবেন। আমি এ ব্যাপারে কিছু জানি না। হাসান ফেরদৌস জুয়েল আরও বলেন, আগামী ২৯ জানুয়ারি বারের নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। এ জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। কমিশনে চেয়ারম্যান হিসেবে আছেনা প্রবীণ আইনজীবী আক্তার হোসেন, আশরাফ হোসেন, আবদুর রহিম, মেরিনা আক্তার এবং সুখ চাঁদ সরকার। অপরদিকে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যকে নাকচ করেন জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন