শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্টিমার চালুর দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

পিরোজপুরেরর মঠবাড়িয়ার বড়মাছুয়া-ঢাকা নৌরুটে বন্ধ স্টিমার সার্ভিস পুনরায় চালুর দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসি। বড়মাছুয়া স্টিমারঘাট সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দক্ষিণ উপকূলীয় কয়েক উপজেলার সহাস্রাধিক জনসাধারণ অংশ নেন। এসময় স্থানীয় বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাছির হোসেন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল সমদ্দার, ইউপি সদস্য কাইয়ূম হোসেন, প্রবীণ শিক্ষক নূরুল হক প্রমুখ। সমাবেশে বড়মাছুয়া রুটে স্টিমার সার্ভিস দ্রুত চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, বিআইডব্লিটিএ এর কতিপয় অসাধু কর্মকর্তা যাত্রী সংকটের কারণ ও ক্ষতি দেখিয়ে এ সার্ভিস বন্ধের সুপারিশ করে। এ কারণে গত বছরের ২২ আগস্ট মোড়েলগঞ্জ-মঠবাড়িয়া-ঢাকা রুটে স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর ফলে সুন্দরবন উপকূলীয় বাগেরহাটের মোড়েলগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ভা-ারিয়া উপজেলার চরখালী, পিরোজপুরের হুলারহাট, কাউখালী, ঝালকাঠি, বরিশাল এবং চাঁদপুর হয়ে ঢাকাগামী যাত্রী সাধারণ যাতায়াত ও পণ্য পরিবহনে গত পাঁচমাস ধরে চরম ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার বলেন, বড়মাছুয়া-মোড়েলগঞ্জ-ঢাকা নৌরুটে চলাচলকারী স্টিমারে পর্যাপ্ত যাত্রীদের যাতায়াত থাকলেও বিআইডব্লিউটিএ এর কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারীরা সরকারকে এ রুটে ক্ষতি দেখিয়ে পরিকল্পিতভাবে স্টিমার সার্ভিস বন্ধ করে।
ফলে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের নি¤œ আয়ের মানুষ এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা পণ্য পরিবহনে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন