শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইসলামি ও নৈতিকশিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করছে

ফরিদগঞ্জের ইসলামপুরে ফুরফুরা শরীফের পীর

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর দরবার শরীফের ৭৯তম ইছালে ছাওয়াব মাহফিল ২দিন ব্যাপি ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের শেষদিন শুক্রবার প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের ফুরফুরা শরীফের পীর মাওলানা আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আর কোরাইশী। এসময় তিনি বলেন, ইসলামী ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ বিপদগামী হচ্ছে। ধর্মীয় শিক্ষার অভাবে অনেক মানুষ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। ইসলামী ও নৈতিক শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করছে। সামাজিক অবক্ষয়ের মারাত্মক অবনতির ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যুব সমাজ। মানবিকতা, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষার অভাবে এমন অপরাধ সংগঠিত হচ্ছে। তাই আমাদের পরিবার থেকেই ধর্মীয় শিক্ষার বিষয়ে এগিয়ে আসতে হবে। একই সাথে ওলামায়ে কেরামগণকে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে আরো বেশি ভূমিকা রাখতে পারে। আশা করছি সেই কাজটি তারা ভালভাবেই করছেন। আজকের এই মাহফিলে আগত প্রতিটি মুসুল্লীকে ঈমান আকিদা বজায় রাখতে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে সমাজের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে কাজ করতে হবে।
মাহফিলে আরো ওয়াজ করেন, কুমিল্লা ফাতেহপুর দরবারের পীর মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মুফতি শামছুল আলম মুহিব্বী। কুমিল্লা শাসনগাছা ওয়াপদা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল হোছাইন চিশতী এবং নারায়ণগঞ্জের তল্লা জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।
এর আগে প্রথম দিন বৃহস্পতিবার চাঁদপুর মান্দারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমীর হোছাইন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, আরবি প্রভাষক মো. রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, হাফেজ শাহ মুহম্মদ রুহুল্লাহ, মাওলানা আবু নাঈম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা মাহফিজুর রহমান ওয়াজ করেন। সার্বিক পরিচালনায় মাওলানা মো: জোবায়ের হোসেন, মাওলানা মোহাম্মদ আবু জাফর। মাহফিলে বিশ^ মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন