বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম

সাত মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা । রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রেশম কারখানার সামনে তারা এ মানববন্ধন শুরু করেন ।
কারখানার শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় শতাধিক শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৫৫০ থেকে ৬০০ টাকা বেতন পান। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে অদ্যাবধি কোনো বেতন পাননি তারা। তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই টাকার অভাবে ধার-দেনা করে খেয়ে না খেয়ে থাকছেন। কিন্তু বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের ঘোরানো হচ্ছে। বিষয়টি নিয়ে তারা বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তবে এতদিনেও মেলেনি বেতন।
এরই প্রতিবাদে রবিবারে তারা রাজশাহী রেশম কারখানার সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন