শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মোরেলগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে গত শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ১০ম শ্রেণির এক ছাত্রী। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানায়, চিংড়িখালী ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের ১০ শ্রেণিতে পড়া মরিয়ম আক্তার নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। কনের বয়স ১৫ বছর ২০ দিন হওয়ায় অভিভাবকদের এ বিয়ে বন্ধ করতে বলার পরেও তারা বিয়ে কার্যক্রম শুরু করে, পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট এস এম তারেক সুলতান অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থলে গেলে বরপক্ষ পালিয়ে যায়, পরে স্কুলছাত্রীর পিতা ও অন্যান্যরা কনে নিয়ে গাঁঢাকা দেয়। আটক হন কনের মাতা লাবলী বেগম। পরে বাল্যবিয়ে ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে দ-বিধি ১৮৬০ ধারায় কনের মাতাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে উদ্যোগ নেয়া জরুরি। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধ পরিকর। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে, তবে আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন