গারো পাহাড় অঞ্চলে ৪ হাত ৪ পা বিশিষ্ট অদ্ভূত ১ শিশু জন্ম নিয়েছে। জেলা সদর হাসপাতালে শিশুর জন্ম দেন হোসনে আরা বেগম (২৬)। গত শনিবার ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, হোসনে আরা বেগম শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের রফিক মিয়ার স্ত্রী। হোসনে আরা বেগমের একটি কন্যা সন্তান রয়েছে। এটি দ্বিতীয় ছেলে সন্তান। প্রসূতি হোসনে আরা বেগম সুস্থ রয়েছেন। জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, অদ্ভূত শিশু ছেলেটিও সুস্থ রয়েছে। তবে শরীরের স্বাভাবিক গঠন ফিরিয়ে আনতে সার্জারীর প্রয়োজনে গত শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকটি দেখতে আসা আমিনা খাতুন বলেন, বান্ধবীর কাছে শুনে দেখতে এসেছি। এসে দেখি অদ্ভূত শিশু। ৪ হাত ৪ পা। জীবনেও এমন শিশু দেখিনি। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খায়রুল কবির সুমন বলেন, গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত হয়তোবা উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন অথবা পিল সেবনে এ ধরণের জন্মগত ত্রুটি হতে পারে।
এছাড়া জিনগত কারনেও হতে পারে।
তবে শিশুটি অস্ত্রোপচারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রসূতি সুস্থ আছেন বলে জানান ওই চিকিৎসক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন