রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ডোমারে ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডোমার উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম এবং যুগ্ম-আহবায়ক মো. মজিদুল ইসলামকে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই নির্দেশ প্রদান করেছেন। গত রোববার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে যুগ্ম-আহবায়ক মো. সোহেল রানাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। এ ব্যাপারে ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ জানান, গত ১৬ জানুয়ারি সকালে কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির করার জন্য বাজারে অবস্থান করলে সেখানে অব্যাহতি প্রাপ্ত ২ নেতা আহ্বায়ক জাহিদুল এবং যুগ্ম-আহবায়ক মজিদুলসহ ৭-৮ জন আমার সাথে গ-গোল করেন। বিষয়টি তাৎক্ষনিক নীলফামারী বিএনপির অভিভাবক শাহরিন ইসলাম তুহিন সাহেবকে জানানোর পর তার পরামর্শ অনুযায়ী ঘটনার সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদল বরাবর দরখাস্ত দেই। এরই প্রেক্ষিতে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আশরাফুল আরো জানান, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারির রাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণ করার কারণে জাহিদুল এবং মজিদুলকে শোকজ করা হয়। এদিকে পদ থেকে অব্যাহতির ব্যাপারে আহ্বায়ক জাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। এটা নিয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করবেন বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন