গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের সাড়ে এগারো হাজার বই পাচারের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকাল ১১টায় সুন্দরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
২ ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক প্রভাষক মাসুদুর রহমান প্রামানিক, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, পৌর আ.লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, সুন্দরগঞ্জ উপজেলার সরকারি বই চুরির ঘটনা সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এবার সারাদেশে বই নিয়ে সংকট চলছে। এরই মাঝে বইয়ের গোডাউন থেকে সাড়ে ১১ হাজার বই চুরি করে মোটা অঙ্কের টাকার লোভে পাঁচার করা হয়। বই চুরির ঘটনা সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবেক্ষুন্ন করেছে। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এটি ঘটানো হয়েছে।
এতোগুলো বই চুরি করা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদের একার পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি এ ঘটনার সাথে দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল জড়িত রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল প্রায় ১০ বছর থেকে সুন্দরগঞ্জে চাকরি করছেন। তিনি নির্বিঘেœ বই চুরিসহ বিভিন্ন অনিয়ম করে অর্থ উপার্জন করছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোনভাবেই দায় এড়াতে পারেন না। তাই তাকে আইনের আওতায় আনা দরকার।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি সুন্দরগঞ্জ থেকে সাড়ে ১১ হাজার সরকারি পাঠ্য বই ট্রাকে করে পাঁচারকালে ড্রাইভার ও হেলপারকে আটক করে বইগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন