বরিশালের বহুল আলোচিত সাখাওয়াত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. সোহেল সরদারকে (৩০) গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব। গ্রেফতারকৃত সোহেল সরদার বরিশালের হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের মো.সিদ্দিক সরদারের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাবের দেয়া প্রেসরিলিস সূত্রে জানা গেছে, মাদারীপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আবু ছালেহ আনছার উদ্দিনের নেতৃত্বে সোমবার রাতে শরীয়াতপুরের নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের মালথ বেপারী কান্দী গ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। মাদারীপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আবু ছালেহ আনছার উদ্দিন জানান, কয়েক বছর আগে হিজলা উপজেলায় প্রকাশ্যে সাখাওয়াত নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সোহেল। এই ঘটনায় বরিশাল আদালতে মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। এরপর থেকেই সোহেল পলাতক ছিলো।
তিনি আরো জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে বরিশালের হিজলা থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন