শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফটিকছড়িতে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির বার্ষিক ওরস উদযাপন

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববাসীর শান্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, আধ্যাত্মিক সাধক, মাইজভান্ডারি ত্বরিকার প্রতিষ্ঠাতা শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৭তম বার্ষিক ওরস গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। আখেরি মুনাজাত পরিচালনা করেন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি। এসময় নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। এছাড়া গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে আখেরি মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের প্রধান সাজ্জাদানশীন শাহ্সূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম.জি.আ.)। এছাড়া আহমদিয়া মঞ্জিলের পক্ষে শাহ সূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি, গাউছিয়া হক মঞ্জিলের পক্ষে সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডার, গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। বিভিন্ন মঞ্জিলের আখেরি মোনাজাতের সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে পুরো মাইজভান্ডার দরবার শরীফের এক বর্গকিলোমিটার এলাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন