ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে মৌসুমী আক্তার (২৮) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মানসিক প্রতিবন্ধী আমিন মিয়ার স্ত্রী। মৌসুমীর পরিবারের সদস্যরা জানায়, পুলিশ বিভিন্ন সময় মৌসুমীকে মাদক ব্যবসায়ী বলে টাকা চেয়ে থাকে। সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমীর ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে তাকে থানায় যেতে বলে।
এনিয়ে মৌসুমীর সাথে পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়। এর এক পর্যায়ে মৌসুমী ঘরে থাকা বিষ খেয়ে ফেলে।
পরে গুরুতর অবস্থায় পুলিশসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে।
তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, মৌসুমী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।
সে মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা চালালে সে ঘরে থাকা বিষের বোতল নিয়ে পান করে ফেলে। এছাড়াও তার ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন