বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সেতু আছে সড়ক নেই

সায়েম মাহবুব, নাঙ্গলকোট (কুমিল্লা) থেকে | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের পাটোয়ার থেকে ধাতীশ^র গ্রামের মাঝে খালের ওপর ২০ বছর পূর্বে স্থানীয় সরকার বিভাগ দুই গ্রামবাসীর যাতায়াতের জন্য ব্রিজ নির্মাণ করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতু কোন কাজে আসছে না। ফলে সেতুর ওপর দিয়ে যান চলাচল নেই। ৫টি গ্রামের ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনগনের ভোগান্তি বেড়েই চলেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের রবাদ্দে সেতু/কালর্ভাট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নিতকল্পে ২০১৯-২০ অর্থবছরে ২৫ লাখ ৭৪ হাজার ৬৭১ টাকা ব্যয়ে ১৫ ফুট দৈঘ্যের আরো একটি সেতু খেজুর তলায় নির্মাণের প্রস্তাব করা হয়। সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুর নিচে বোরো ধানের জমির আইলটি স্থানীয় জনৈক সাংবাদিক নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটির কাজ সম্পন্ন করে দেন। ঐ রাস্তা দিয়েই যাতায়াত করছে স্থানীয়রা। ভূক্তভোগীরা জানান, সেতুটি নির্মাণের পর দুই পাশে নামমাত্র মাটি ফেলা হয়। যা বৃষ্টিতেই ধসে গেছে। এরপর বছর কেটে গেলেও আর ঠিক করা হয়নি। এ প্রসঙ্গে নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লা আল মামুন জানান, সেতুটির দু’পাশে মাটি দেয়া আছে কিন্তু বৃষ্টিতে কিছুটা ধসে গেছে। দ্রুত অন্য কোনও প্রকল্পের আওতায় মাটি ফেলে সেতুটি চলাচল উপযোগী করা হবে ইনশাল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন