পুঠিয়ার বানেশ^রে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। উভয় গ্রুপ লাঠিসোটা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমান সাংসদ ও সাবেক সাংসদের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সূত্রে জানাগেছে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল রাজিবুল ইসলাম ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করা হয়। জানাগেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানেশ^র ইউনিয়ন আ’লীগের উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সাবেক এমপি বিরুদ্ধে কয়েকজন বক্তব্য রাখেন অভিযোগ করা হয়। এ ঘটনায় বানেশ^র খুটিপাড়া এলাকার যুবলীগ নেতা সাহাবুদ্দিন ও নামাজ গ্রামে এলাকার আ’লীগ নেতা কালাম গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধরার সকাল ১০টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বানেশ^র কলেজ মাঠসহ আশেপশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ ইটপটকেল নিক্ষেপ শুরু করে। এছাড়াও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল রাজিবুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন