শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোরেলগঞ্জে বাঘের আক্রমণে যুবক আহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ২:৫১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকূল গাইন (৩৫) নামে এক মাছ শিকারি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় মাছ শিকার করতে গিয়ে সে বাঘের কবলে পড়ে বলে আহত অনুকূল জানিয়েছেন।

একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) এ সময় তার সাথে ছিলো। মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে।বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।

এ বিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন