শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাল্টে গেছে স্বাস্থ্যসেবা

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ময়নুল হক, ডোমার (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাল্টে গেছে স্বাস্থ্য সেবা। পাল্টে গেছে চিকিৎসার মান। নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী আন্তরিক চিকিৎসা সেবায় অগ্রনী ভুমিকা রেখেছেন। তিনি সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে চলেছেন।
হাসপাতালে আসা রোগীদের সাথে কথা বললে তারা জানান, রায়হান বারী স্যার আসার পর হাসপাতালের চিত্র পাল্টে গেছে। তিনি আমাদের সব সময় সেবা ও পারমর্শ দিয়ে থাকেন। ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, আমার ৮ বছরের মেয়ে মৌসুমী দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছিলেন। এ অবস্থা দেখে আমার প্রতিবেশি আকবর আলী বলেন- আপনি মেয়েকে নিয়ে হাসপাতালের রায়হান বারী কাছে নিয়ে যান। আমি বারী স্যারের কাছে নিয়ে গেলে, তিনি পরীক্ষা-নিরীক্ষার পর আমার মেয়েকে হাসপাতাল থেকে ওষুধ-পত্র দেয়। আল্লাহর রহমতে দুই মাস ওষধ খাওয়ার পর আমার মেয়ে সুস্থ হয়ে যায়। আমি আল্লাহর দরবারে বারী স্যারে জন্য দোয়া করি সব সময়।
ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দক্ষিণ মটুকপুর থেকে আসা লাইলি বেগম বলেন, ডা. রায়হান বারী স্যারের মতো ডাক্তার আমি কোনদিনও দেখিনি। তার চিকিৎসা সেবা ও তার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি।
তাছাড়া তিনি সব সময় সাধারণ রোগীদের সেবা দিয়ে চলেছেন। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা আনন্দের সাথে বাড়ি ফিরছেন।
এ প্রসঙ্গে ডা. রায়হান বারী বলেন- গত এক বছরে আমি এএনসি ৬১৬৪ জন, পিএনসি ২১৬৩ জন, নরমাল ডেলিভারি ১০৮৮ জন, সিজারিয়ান ডেলিভারি ২১৬ জন, আইএমসিআই ৬১১২ জন বর্হিবিভাগ রোগী ৫৬৬২৫ জন, জরুরি বিভাগ ১৮৩৫৫ জন, অন্তবিভাগ ১৩৫০১ জন, বেড অকুপেন্সী ১৬৫.৩০ জনরেট গড় ভায়া পরীক্ষা ২১১২ জন, মেজর অপারেশন ৯৫ জন, এক্সরে ৮৩৮ জন, প্যাথলজি ১০৭৬৯ জন, আলট্রাসনোগ্রাফী ২২৪ জন ও কমিউনিটি ক্লিনিকে ১৮০৪৪৩ জন রোগীকে সেবা প্রদান করি।
ডা. রায়হান বারী আরো বলেন, আমি আমার সাধ্যমত রোগীদের সেবা দেয়ার চেষ্টা করি, রোগীদের সার্বক্ষনিক খোঁজ-খবর নেই। রোগীদের মুখে হাসি দেখলে আমার মন ভরে যায়। ডাক্তার রায়হান বারী একজন উদার মনের মানুষ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন