শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর ঈসালে সওয়াবের মতবিনিময়

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দীসিন, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ১ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সফলের লক্ষে সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা হলরুমে গতকাল শুক্রবার বাদজুমা অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিলের সভাপতিত্বে ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সঞ্জালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য সন্তান, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের মহাসচিব মাওলানা একেএম মনোহর আলী। স্বাগত বক্তব্য রাখেন ঈসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ)-এর বড় ছেলে লন্ডন প্রবাসী মাওলানা আবদুল আউয়াল হেলাল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)- এর সুযোগ্য নাতি মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন প্রমুখ।
সভায় আগামী ৭ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য ঈসালে সওয়াব মাহফিল সফলের লক্ষে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ)- এর সকল ছাত্র, ভক্ত অনুরক্তসহ সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন