শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় চাঁদনী হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাগুরার ছোনপুর গ্রামে পাষÐ স্বামী ইদ্রিস খার হাতে গৃহবধূ চাঁদনি হত্যার প্রতিবাদে ইদ্রিসসহ অন্যান্য আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। চাঁদনির পক্ষে ভিটাশাইর ইসলামবাগ পাড়া বাসী গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন করে।
চাঁদনি খাতুনের মা আনোয়ারা বেগম বলেন, প্রায় ১০ বছর পূর্বে তার মেয়ে চাঁদনী খাতুনের সাথে ইদ্রিস খার বিয়ে হয়। গত বৃহস্পতিবার বিকালে ছোনপুর গ্রামের আশরাফুল খাঁ এর বড় ছেলে ইদ্রিস খা তার মেয়ে চাঁদনিকে ব্যাপকভাবে মারধর করে হত্যা করেছে।
মাগুরা সদর থানায় গত ২০ জানুয়ারি এজাহারে দেখা যায় ইদ্রিসকে প্রধান আসামি করে আর বাকি ৫ জনকে আত্মহত্যার প্ররোচনায় আসামি করা হয়েছে। আসামিরা হচ্ছে আশরাফুল খা, রুপবান, জয়নাল, আমিরুল ও রিপন খা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন