শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সখিপুরে বন থেকে ভেকু জব্দ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

টাঙ্গাইলের সখিপুরে হতেয়া রেঞ্জের কালিদাস বিট অফিসার মো. শাহ আলমের নেতৃত্বে বিটের স্টাফগণ গজারিয়া কীর্ত্তনখোলা মৌজার ৪৪৪ নং দাগে সংরক্ষিত বনভ‚মিতে মাটি কাটার অভিযোগে একটি ভেকু উদ্ধার করেছে এবং দুইজনকে আসামি করে বন আইনে মামলা করেছে। কালিদাস বিট অফিসার মো. শাহ আলম বলেন, গত শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে স্টাফ নিয়ে গজারিয়া কীর্ত্তনখোলা মৌজার সংরক্ষিত বনভ‚মি ৪৪৪নং দাগে বাদলের ভেকু দিয়ে মাটি কাটা অবস্থায় পাওয়া যায়। ভেকুটি জব্দ করে বন আইনে নুরুর ইসলাম উরফে বঙ্গন‚র এবং বাদলকে আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন