শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়নে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল শনিবার উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বরাটিয়া খেলার মাঠে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ইতোপূর্বে চৌহাট, বালিয়া, আমতা, যাদবপুর, বাইশাকান্দা, কুশুরা, সানোড়া, সূতিপাড়া, গাংগুটিয়া ইউনিয়েনের বিভিন্ন যায়গায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় চার জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিকস পরীক্ষা, রক্তচাপ, রক্তচাপ নির্ণয় করা ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরার্মশ দেয়া হয়। বিশেষ করে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল-জামান। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জাকারিয়া দিপু, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আলমগীর কবির, কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং আহŸায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন