শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নাটোরের বড়াইগ্রামের ধানাইদহে গ্রাম বাংলার লোক উৎসব ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। এ খেলাকে কেন্দ্র করে আশপাশের কয়েকটি গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে খেলোয়াড়রা লাঠি হাতে নাচ ও নানা রকম কসরত দেখিয়ে কয়েক হাজার দর্শককে মুগ্ধ করেন। আয়োজক কমিটির সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক খালিদ। অনুষ্ঠানে লাঠিখেলা ছাড়াও তৈলাক্ত বাঁশে উঠা, অন্ধের হাড়ি ভাঙ্গা, চোখ বেঁধে হাঁস ধরা, রশি টানা, বাদ্য বালিশসহ গ্রামবাংলার বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়সহ এলাকার ৩০টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, আজান ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে অতিথিরা বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন