বাগেরহাটের কচুয়ায় বাল্যবিবাহ প্রতিরোধের শপথ নিয়েছে পাঁচ শতাধিক স্কুলশিক্ষার্থী। গতকাল রোববার সকালে কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই শপথ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ওয়াল্ড ভিশনের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধমূলক এই ক্যাম্পেইনে কবিতা আবৃত্তি, জারিগান, পথনাটক, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপিসির সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, রাড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমা আক্তার, এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না, এডভোকেসি কোঅডিনেটর বিউটি কুইন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধরা অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন