সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু-ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থনীয় সূত্রে জানা যায়,দোয়ারাবাজার সদর ইউপির বড়বন্দ গ্রামের আব্দুল আলীর স্ত্রী লিল বানু (৬০) ও তার সৎ ভাই জজ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরে লিল বানু ও আব্দুর রাজ্জাকের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এতে আব্দুর রজ্জাক (৪৫),জয়তুন নেছা ৪০),দেলোয়ার হোসেন (২২), হাজেরা বেগম (৪৫) নামের চারজন গুরুতর আহত হয়।
দু'পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম প্রাপ্ত ৪ জনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় বমি করছেন এবং আশংকা জনক বলে সূত্রে জানা গেছে।
এ ঘটনায় লিল বানুর পক্ষে জড়িতদের অন্যরা হলেন,একই গ্রামের আব্দুল আলীর ছেলে দেলোয়ার হোসেন (২২),আনোয়ার হোসেন (২৫), মৃত জয়নাল মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪৫) মৃত আব্দুল মন্নাফের ছেলে আব্দুল আলী (৭৫)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন