ইনকিলাবের সংবাদের প্রেক্ষিতে এলজিইডি কলারোয়ার কম্পিউটার অপারেটর শরিফুজামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন শাখার তত্ববধায়ক প্রকৌশলী শাহ আলমগীর স্বাক্ষরিত নথি নং ৬২ তাং ১২/০১/২০২৩ ইং মারফত খুলনার তত্বাবধায়ক প্রকেীশলীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। পত্র প্রাপ্তি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ১ জানুয়ারি ‘কলারোয়া-তালার এমপির ডিও লেটার/এলজিইডির উন্নয়ন প্রকল্পে নয়ছয়ের অভিযোগ’ শিরোনামে ইকিলাবে প্রকাশিত হয়। এতে প্রতারণা করে শরিফের পুত্র আরিয়নকে একই বছর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেখিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির পদ দখল, উন্নয়ন বরাদ্ধ নয়ছয়, সরকারি স্বার্থহানিসহ রাজনৈতিক কর্মকা-ে জড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কলারোয়া-তালার এমপি’র ডিও লেটার প্রদানের খবর প্রকাশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন