শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কসবায় ক্বিরাত সম্মেলন আজ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মরাপুকুরপাড় গ্রামবাসীর উদ্যোগে আল্লামা গোলাম হাক্কানী (রহ.) ও আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.) মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সহযোগিতায় আজ মঙ্গলবার বাদ আছর হতে মধ্যরাতব্যাপী ৯ম বার্ষিক আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। আড়াইবাড়ি দরবারের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদীর সভাপতিতে ক্বিরাত সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথি থাকবেন। ওয়াজ করবেন মাওলানা ড. সাদিকুর রহমান আল আযহারী, পীরজাদা হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী ও অন্যান্য ওলামায়ে কেরাম। এতে পবিত্র কুরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত খ্যাতনামা ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, শাইখ আহমাদ কাসেমী (ইরান), শাইখ মাহমুদ কামাল নাজ্জার (মিসর), ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান), ক্বারী নোমান পিমবায়াবায়া (ফিলিপাইন) প্রমুখ। মাহফিল পরিচালনা করবেন মোহাম্মদ মোবারক হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন