শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জেলার সালথায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট চালিয়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি গতকাল মঙ্গলবার মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী গণমাধ্যমকে জানান। এর আগে গত সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চালের দোকানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মজুন মাতুব্বর (৫৫) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় জানান, উপজেলার বালিয়া মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মজনু মাতুব্বর নামের এক ব্যবসায়ীর চালের দোকানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক লাইসেন্সবিহীন মৎস ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন