শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়া -৪ আসনে মশাল ও বগুড়া-৬ আসনে নৌকা বিজয়ী

ভোটার উপস্থিতি ছিলো নগন্য সংখ্যক, মাত্র ৯০৪ ভোটে হার হিরো আলমের

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১২ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়া -৬ (সদর) ও বগুড়া -৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বুধবার ভোট  গননা শেষে প্রাপ্ত বেসরকারী ফলাফলে বগুড়া -৪ আসনে  জাসদ (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতিকে নির্বাচিত হয়েছেন। সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে , এ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতিকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রাথী বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম  একতারা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট। 
বগুড়া-৬ (সদর) আসনের  মোট ১৪৩  কেন্দ্রের মধ্যে ৮৪  কেন্দ্রের ফলাফলে আওয়ামীরীগের প্রার্থী  রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬  হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার পরেই  স্বতন্ত্র প্রার্থী  আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২  হাজার ৬৯৪ ভোট পেয়েছেন।
তবে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপুর বিজয় নিশ্চিত হওয়ায় নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে বলে লক্ষ্য করা গেছে। 
দু'টি আসনের উপ নির্বাচন শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতির হার ছিলো নগন্য সংখক। 
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, সম্ভবত ১৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে চুড়ান্ত ফলাফল কাউন্টের পর বলা যাবে কত সংখ্যক ভোট পড়েছে। সেটার শতকরা হার তখনই বলা যাবে। 
বগুড়ার দু'টি আসনেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রগুলোতে এজেন্ট নিয়োগ দিতে পারেননি। 
ফলে আওয়ামী লীগ ও ১৪ দলের প্রার্থীর এজেন্টরা এর ফায়দা উঠিয়েছে। 
উল্লেখ্য বগুড়া সদর আসনের ১৪৩ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৪,১০,৭৪৩ জন এবং বগুড়া ৪ সংসদীয় আসনে ১১২ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৩,২৮,৩১২ বলে নির্বাচন অফিস সুত্রে জানাগেছে। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Hm Mahmud Hasan ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ পিএম says : 0
ভালো
Total Reply(0)
মোঃ আজমির হোসেন ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৭ পিএম says : 0
এই নির্বাচন বাতিল করে পুনঃ ভোটাভুটি করা উঁচিৎ, ৪/৫ লক্ষ ভোটারের এগেনেস্টে মাত্র ১৫/২০ হাজার ভোট কাস্ট হওয়ায় এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না
Total Reply(0)
সিয়াম আহম্মেদ ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ পিএম says : 0
ইনকিলাবের মত ভালো সংবাদ মাধ্যমকে বানানে সতর্ক হওয়ার অনুরোধ করছি
Total Reply(0)
নিবির ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৬ এএম says : 0
এই ভোট পুরাই ভুয়া আল্লাহ যেন এদের মাফ না করে
Total Reply(0)
নিবির ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৬ এএম says : 0
এই ভোট পুরাই ভুয়া আল্লাহ যেন এদের মাফ না করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন