শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইন মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সন্ন্যাসি বাজারের বৈদ্যুতিক মালামালের ব্যবসায়ী মো. সোহেল শেখকে (৩২) পুলিশ আটক করে। এর আগে বাজারের পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের নামে এক প্রবাসির স্ত্রী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই ব্যবসায়ির নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে। আটক সোহেল শেখ খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সুযোগে এক প্রবাসির স্ত্রীর সাথে সখ্যতা গড়ে তুলে সোহেল শেখ। পরে ইমোতে তার সাথে কথা বলার সময় কৌশলে তার কাছ থেকে
বিভিন্ন ছবি নিয়ে নেয়। এরপর তাকে নানা ভাবে ব্লাকমেইলিং করতে থাকে। পরে ওই নারী ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে সোহেল শেখেকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকিয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন