কাপ্তাই থানায় সাধারণ ডায়েরী করার পর হতে প্রাণ নাশের হুমকি ও হামলা করার অভিযোগ উঠেছ।কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন স্টাপের ওপর মহিলা কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। কাপ্তাই থানায় অভিযোগ কারি মো.আল আমিন অভিযোগ করে পূর্ব শত্রুতার জের ধরে হোসনে আরা বেগম, নূর মোহাম্মদ পাটোওয়ারী ও ওসমান গণি এতিনজন প্রায় মোবাইলে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। বুধবার রাত ৯টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র হাসপাতাল হতে কাঠালতলী চৌধুরীছড়া রাস্তার মোড়ে যাওয়ার পথে হোসেন আরা বেগম ও পাটোয়ারী অতর্কিত লাঠি দিয়ে তাকে হামলা করে। হামলায় আল আমিন আহত হয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। এবং হাসপাতালে আহত হয়ে ভর্তি হওয়ার পরও অভিযুক্ত ওসমান গনি প্রাণ নাশের হুমকি প্রদান করে বলে অভিযোগ করে। বর্তমানে সে নিরাপত্তা হীনতা ভুগছে বলে জানান। শুক্রবার (৩ফেব্রুয়ারি)অভিযুক্ত হোসেন আরা বেগম বলেন তাকে আল আমিন রাতে হামলা করেছে।এবং সে হামলায় আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি আছে। আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করে। সম্প্রতি আল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে বলে জানান। এদিকে হোসনে আরার স্বামী ওসমান গনি বলেন ঘটনার সময় তিনি ও নুর মোহাম্মদ পাটোওয়ারী ছিল না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন