শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবচরে জমি বিরোধে নারীসহ আহত ৫

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফাকান্দি নামক এলাকায় গত শুক্রবার বিকেলে জমি বিরোধে নারীসহ চার জন গুরুতর আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহত মমতাজ বেগম (৫০), সালমা আক্তার (৩৫), আসমা বেগম (৩০), আসিফ খালাসী পিতা মরহুম হাতেম আলী খালাসী। এ ঘটনার খবর পেয়ে আছমা বেগমের স্বামী মো. দেলোয়ার সিপাই (৪০) শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের চিকিৎসার জন্য গেলে সন্ধ্যা ৭টায় রাজ্জাক খালাসীর ভাই মো. সিদ্দিক খালাসীর নেতৃত্বে ১০/১১ জন লাঠি-সোঁটা নিয়ে দেলোয়ারের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার সময় উপস্থিত লোকজন একজনকে আটকিয়ে রেখে থানায় পুলিশ ফোন করে তাকে পুলিশের নিকট হস্তান্তর করেন। সরেজমিনে জানা যায়, পৈর্তৃকসম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের ঝামেলা চলে আসছে। এলাকার সালিশগণ বহু চেষ্টা করেও তাদের মধ্যে আপোশ মিমাংসা করতে পারে নাই। স্থানীয় কয়েকজন সালিশদের সাথে কথা বলে জানা যায়, আ. রাজ্জাক খালাসী গং পক্ষ বারবারই তাদের মিমাংসা অগ্রাহ্য করে। বর্তমান ইউপি চেয়ারম্যান সমস্যার সমাধানে ইতোমধ্যে ২ বার পরিষদ কমপ্লেক্সে বসা হলেও রাজ্জাক খালাসী গং সালিশি অমান্য করে চলে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে তাদের প্রতিপক্ষের ভয়ে বাড়িতে যাচ্ছিলো না। গতকাল বিকেলের দিকে আসিফ খালাসী তার ৩ বোনকে নিয়ে বাড়িতে যাওয়ার পরই তাদের ওপর আক্রমণ শুরু করে। ঐ সময় আসিফসহ তার ৩ বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন