শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

ভালুকায় সরকারি গাছ বিক্রির অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভালুকায় সড়কের পাশ থেকে সড়ক ও জনপথ বিভাগের বড় ধরণের দু’টি কাঠাল গাছ অবৈধভাবে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। গত শনিবার দুপুরে ভালুকা সখিপুর সড়কে বান্দিয়া নাফকো ফার্মা ফ্যাক্টরির সামনে থেকে গাছ দু’টি বিক্রি করা হয়। খোঁজ নিয়ে যায়, বান্দিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহল খান, রেজাউল লিটন, তার ভাতিজা মতিউর ও মোস্তাক তাদের বাড়ির পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ বছর বয়সি ৩০/৩৫ হাজার টাকা মূল্যের দু’টি কাঠাল গাছ বিক্রি করে দেন। আর গাছ দু’টি কিনে নেন একই এলাকার কাঠ ব্যবসায়ী মমতাজ উদ্দিন ওরফে মুজুন মিয়। এর আগেও ওই সড়কের পাশ থেকে বেশ কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের নজরধারী না থাকায় প্রায়ই ওই সড়কের পাশের গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। গাছের ক্রেতা মুজুন মিয়া জানান, গাছ দু’টি রেজাউলদের কাছ থেকে তিনি ক্রয় করেছেন। গাছ বিক্রির কথা স্বীকার করে অভিযুক্ত রেজাউল লিটন জানান, গাছগুলো তারাই লাগিয়েছেন, তাই বিক্রি করেছেন। সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের (ভালুকা) উপ-সহকারী প্রকৌশলী এমএ হালিম জানান, ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাঠগুলো জব্দ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন