শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে গত রোববার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর অফিস এক অভিযানে ২ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। খোলা খাবার রাখার দায়ে মো. মিরাজ মিয়াকে ২ হাজার এবং মেয়াদহীন পণ্য রাখার দায়ে মো. শাহজাদাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদফতর পিরোজপুর অফিসের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সেনিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, ভোক্তা অধিকারের সুরক্ষায় বাজারে অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)