পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সিক্স লেন সড়ক নির্মাণে বালু ভরাটের কারণে কৃষি জমিতে লবন পানি প্রবেশের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মুখ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা, টিয়াখালী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি খালেক হাওলাদার ও ৬নং ইউপি সদস্য সলেমান।
বক্তারা বলেন, পায়রা বন্দরে সিক্স লেনের এই কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্রেক্টা ইঞ্জিনিয়ার লিমিটেড। তারা নদী থেকে ওই জমিতে বালু ভরাট করছে। কিন্তু বালুর অবশিষ্ট লবন পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে। তাই তারা এ মৌসুমে কাজটি বন্ধ রাখার দাবি জানান। স্প্রেক্টার ম্যানেজার মো. মামুন জানান, আমাদের বালুর কোন লবন পানি কৃষকের জমিতে যায়নি, আমাদের কাজের কারণে কৃষকদের কোন ক্ষতি হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন