শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক নির্বাচন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে ‘পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে’ পটিয়া-৪ এলাকা এর পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়। এতে চৌধুরী হাসান মাহমুদ আকবরী চেয়ার প্রতীকে ১১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন নেজাম উদ্দিন তিনি বই প্রতীকে ১০১ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে আইয়ুব আলী ও মোহাম্মদ নুরুল আবছার নির্বাচনে উপস্থিত ছিলেন না। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান হাসিনা বেগম ফলাফল ঘোষণা করেন। সমিতির সিনিয়র জিএম মো. আবু বক্কর ছিদ্দিকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। সমিতির সাবেক পরিচালক ও সভাপতি আলমগীর খালেদ বলেন, নির্বাচন শান্তি ও সুষ্টুভাবে ভোটারদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন