দাউদকান্দির সাতপাড়া গ্রামে অবৈধ গ্যাস বিচ্ছিন্নকালে মহিলাদের সাথে বাখরাবাদ গ্যাস কর্মকর্তাদের অশ্লীল আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মহিলারা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত সোমবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র একটি অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ভিজিলেন্স টিম সাতপাড়া গ্রামে এসে বাখরাবাদ গ্যাস কোম্পানি কর্মকর্তারা মহিলা গ্রাহকদের সাথে অশ্লীল আচরণ করে। সংবাদ সম্মেলনে বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএম প্রকৌশলী সগির আহমেদ ও প্রকৌশলী সাজ্জাদ হোসেন এর শাস্তি দাবি করেন। এ সময় উপস্থিত গ্রাহক বিলকিস আক্তার, পাখি বেগম ও জাহানারা বেগম বক্তব্য রাখেন। ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে সেই লাইন বিচ্ছিন্ন করবে আমাদের কোন আপত্তি নেই। যারা বৈধভাবে গ্যাস ব্যবহার করছি তাদের ঘরে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় তাদের শাস্তি দাবি করছি। আমরা তার প্রতিবাদ করায় বাখরাবাদের কর্মকর্তা সগির আহমেদ ও সাজ্জাদ হোসেন আমাদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় তাদের শাস্তি দাবি জানাচ্ছি।
বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএম প্রকৌশলী সগির আহমেদ-এর সাথে আলাপকালে তিনি বলেন, আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে সাতপাড়া গ্রামের কিছু উশৃংখল মহিলা এসে আমাদের টিমে সদস্যদের ওপর ধাওয়া করছে। তখন আমাদের টিমের সদস্যরা তাদেরকে গালমন্দ করেছে। তবে তাদের সাথে কোন অশ্লীল আচরণ করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন