মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চিলমারী বন্দরে নোঙর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আগামি ১৫ ফেব্রয়ারি কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে ৩দিনের জন্য নোঙর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এ সময় প্রমোদতরির বিদেশি পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর চিলমারী থেকে ভারতে প্রবেশ করবে গঙ্গা বিলাস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘এমভি গঙ্গা বিলাস’ ১৫ ফেব্রয়ারি সন্ধ্যার দিকে চিলমারী নদী বন্দরে ভিড়বে। প্রমোদতরিতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন।
এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এ যাত্রাপতে প্রমোদতরিটি চিলমারী নদী বন্দরে ৩দিন অবস্থান করবে। ১৫ ফেব্রয়ারি সন্ধ্যায় নোঙ্গর করার পরদিন ১৬ ফেব্রুয়ারি বিদেশি পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। ১৭ ফেব্রয়ারি প্রমোদতরিটি চিলমারী নদী বন্দর ছেড়ে যাবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মো. মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন