শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সভাপতি নাহিদ সেক্রেটারি রিফাত

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নরসিংদী জেলার ছাত্রদলের ৫ পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা দিয়েছেন। নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস ও কারা নির্যাতিত ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক, মাইনুদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, জুবায়ের আহমেদ তুষারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সজীব ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রামের থাকা কারা নির্যাতিত ছাত্রনেতাদেরকে মূল্যায়ন করে নরসিংদী জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে এই কমিটি রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রামে আরো অগ্রনী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। নব-নির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, আমাকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় দেশনায়ক তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন