নাঙ্গলকোটে অবৈধ মবিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। অবৈধ মবিল তৈরির কারখানা চালু করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে, সুফলও পাচ্ছেন রীতিমত। উপজেলা প্রশাসন কর্তৃক একটি ভ্রাম্যমান কোর্ট সংবাদ পেয়ে অবৈধ এ কারখানায় অভিযান পরিচালনা করে। এতে কারখানার কালো ধোঁয়া, বর্জ্য, ছাঁই, পরিবেশ ও জনস্বার্থ হুমকি হওয়ায় পরিবেশ দূষনের অভিযোগে মবিল তৈরির হোতা আবু বকরকে তাৎক্ষনিক এক লক্ষ টাকা জরিমানা আদায় করে। প্রকাশ উপজেলা হেসাখাল ইউনিয়নের পদুয়ার পাড়া গ্রামের বাসিন্দা আবু বকর কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরে টায়ার পুড়িয়ে পোড়া মবিল তৈরি করে বাজারজাত করে আসছিল। টায়ার পোড়ার দুর্গন্ধে স্থানীয়দের অসহ্য অস্বস্তি এবং পরিবেশের ক্ষতি সাধন করে আসলেও সে ব্যাপারে গুরুত্ব না দিয়ে এক চেটিয়া এ নিষিদ্ধ ব্যবসা চালু রেখে রীতিমত লাখপতি হয়ে যান। উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কারখানার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করেন এবং এ ব্যবসা করবে না মর্মে মুচলেকা নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন