চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ার মাহালিয়ায় সরকারি পাহাড় কাটার অপরাধে ফরহাদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ দ-াদেশ দেন। দ-িত ফরহাদুল ইসলাম উত্তর ঢেমশা এলাকার নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, কবরস্থান তৈরির নামে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রির ব্যবসা পেতেছিল একটি চক্র। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ফসলি জমির টপসয়েল ও পাহাড় কাটার সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করা হয়। নিজের অপরাধ স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজে জড়িত হবেন না বলে মুচলেকা দেয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন