শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শরণখোলায় মাদক সেবনে বাধা দেয়ায় কৃষককে কুপিয়ে জখম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাগেরহাটের শরণখোলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় নেহারুল হাওলাদার (৩৪) নামের এক কৃষককে কুপিয়ে যখম করেছে মাদক কারবারী ২ ভাই। ঘটনাটি ঘটেছে গত রোববার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে। আহত কৃষক নেহারুল শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় জানান, তাদের গ্রামের ওয়ারেজ আলী হাওলাদারের পুত্র জাহিদ (৩৫) ও হাসিব (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ ব্যবসা করে আসছে। তার বাড়ির পাশে রফিকুল ইসলামের একটি পরিত্যক্ত বাড়িতে ওই দুইজন নিয়মিত মাদক সেবনসহ ব্যবসার আখড়া গড়ে তুলেছে।
এতে ওই কৃষকের স্ত্রী মাঝে মধ্যে বাড়িতে একা থাকা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভোগেন। গত রোববার সকালে জাহিদ মাদক সেবন করতে ওই বাড়িতে আসলে তিনি তাকে বাঁধা দেন। জাহিদ এসময় মোবাইল ফোনে ভাই হাসিবকে ডেকে এনে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তার হাত ও ঘাড়ে যখম করে। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। এ ব্যপারে তিনি শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার বলেন, জাহিদ ও হাসিব চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা একবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট অনুযায়ী মামলা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন