সিলেটের বিশ্বনাথে ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সড়কের সাড়ে ১২ কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি হচ্ছে বিশ্বনাথ-খাজান্সি-কামাল বাজার সড়ক। তিনটি প্যাকেজে ওই সড়ক সংস্কার কাজের ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। গতকাল সোমবার পৌর শহরের উপজেলা পয়েন্ট জিরো থেকে প্রথম তিন সাড়ে কিলোমিটার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি মোকাব্বির খান। এসময় উপস্থিত ছিলেন সিলেটের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির। তিনি জানান, গত বছরের বন্যায় পুরো সিলেটে সড়ক ভেঙে প্রায় ১২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে বিশ্বনাথ উপজেলাতেই সড়কের বেশি ক্ষতি হয়। এসকল ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে সংসদে কথা বলা ও স্থানীয় সড়ক মন্ত্রণালয়ে এমপি মোকাব্বির খান অক্লান্ত পরিশ্রম করে বিশ্বনাথের ওই সাড়ে ১২ কিলোমিটার সড়ক সংস্কার কাজের ব্যবস্থা করেছেন। ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত বাকি সড়কগুলোর কাজ শুরু করা হবে। তবে উদ্বোধনী এই সাড়ে ১২ কিলোমিটার সড়কের রক্ষনাবেক্ষণ কাজ ৭৫দিনের ভেতরে সমাপ্ত করা হবে বলে তিনি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ও পৌর কাউন্সিলর ফজর আলীসহ অনেকেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন