রামগড় পৌরসভার নজিরটিলা গ্রামে অবৈধভাবে পাহাড় কাটা ও আবাসিক এলাকায় বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিন (৫৭) ওরফে বাঘা জসিম নামে এক ব্যক্তিকে পৃথক দুই মামলায় ৩ লাখ টাকা জরিমানা করেছে। পরে জরিমানার অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মানস চন্দ্র দাস এ দÐ প্রদান করেন। দÐপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে বাঘা জসিম পৌরসভার নজিরটিলা গ্রামের মো. আবদুল হকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মানস চন্দ্র দাস জানান, পরিবেশ সুরক্ষায় পাহাড়কাটা আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা-পাহাড়কাটা প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন