শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নড়িয়ায় পুলিশের হাতে আটক আসামি ছিনতাই

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুরে মাদকসহ দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
গত সোমবার সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলের ভেতর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
নড়িয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে চার সদস্যর একটি দল কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ৪০-৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেন।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, গ্রামবাসীর হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই দুই আসামির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন